রাজধানীর বিমানবন্দরে দম্পতিকে চাপা দেয়া সেই বাসচালক রিমান্ডে

রাজধানীর বিমানবন্দরে দম্পতিকে চাপা দেয়া সেই বাসচালক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিমানবন্দরে স্বামী-স্ত্রীকে চাপা দেওয়ার ঘটনায় আজমেরী পরিবহনের চালক তসিকুল ইসলামকে জিজ্ঞাসবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।   

আজ বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী রিমান্ডের এই আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চান বিমানবন্দর থানার এসআই এমরান হোসেন। আসামিপক্ষে আইনজীবী মুরাদুজ্জামান ও মনিম হোসেন রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন।

 

পদ্মাসেতুর নাম শেখ হাসিনার নামে রাখার আর্জি জানিয়ে রিট

থাবা দিতে ভুল করেননি নয়া টাইগার হাসান, অভিষেকেই বাজিমাত

মাস্ক না পরায় পুশ-আপ দিতে হল বিদেশিকে

শুনানিতে তারা বলেন, ঘটনা ঘটেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল সাড়ে সাতটায়। ঘন কুয়কশার কারণে বেশি দূর দেখা যাচ্ছিল না। তখন মোটরসাইকেলটি হঠাৎ সামনে এসে পড়ে। মহাসড়ক হওয়ায় চালক সঙ্গে সঙ্গে গতি নিয়ন্ত্রণ করতে পারেননি।

এটা অনিচ্ছাকৃত দুর্ঘটনা মাত্র। চালক ইচ্ছাকৃতভাবে বাইকটি চাপা দেননি।   

শুনানি শেষে বিচারক তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।   

রাজধানীর বিমানবন্দর সড়কে ঝরে গেলো দম্পতির প্রাণ

news24bd.tv নাজিম