কেন ২০ জানুয়ারি শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট

কেন ২০ জানুয়ারি শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট

Other

মার্কিন সংবিধান অনুযায়ী ২০ জানুয়ারি নব নির্বাচিত প্রেসিডেন্টের শপথের দিন। কেন দিনটিকে নির্ধারণ করা হয়েছিলো?
যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচন থেকে শুরু করে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ সহ প্রতিটি ধাপই সুনির্দিষ্ট।

এখনই বলে দেয়া যায়, আগামী ২০২৫ সালের ২০ জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট শপথ নিবেন। এবং নির্ধারিত ঠিক ৩৫ টি শব্দ উচ্চারণের মধ্য দিয়েই তিনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশটির শাসনভার গ্রহণ করবেন।

 

তথ্য বলছে, ১৯৩৭ সালের ২০ জানুয়ারি প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। প্রথম মেয়াদে শপথ নিয়েছিলেন ৪ মার্চ। ১৭৮৯ সালের সংবিধানের ধারাবাহিকতা মেনে তার আগের সব মার্কিন প্রেসিডেন্টই মার্চের ওই তারিখেই শপথ নিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের রাজকীয় প্রত্যাবর্তন

করোনায় আক্রান্ত যুবলীগ চেয়ারম্যান পরশ

মূলত দুটি কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয় এবং তারিখে পরিবর্তন আসে।

প্রথম কারণটি হলো, নির্বাচিত নতুন প্রেসিডেন্টের ওয়াশিংটনে এসে ক্ষমতা গ্রহণের বিষয়টি সময় সাপেক্ষ ছিলো। দ্বিতীয় কারণটি হলো ক্ষমতা হস্তান্তরের জন্য বিদায়ী প্রশাসনের কাছ থেকে নানা তথ্য নতুন প্রশাসনকে বুঝিয়ে দিতে হয়, যা একটি নির্দিষ্ট কাঠামো ও সময়ের মাধ্যমে সম্পন্ন হতে হয়।  

মূলত এই ২০ জানুয়ারি তারিখটি নির্ধারণ করা হয়েছে মার্কিন সংবিধানে। যুক্তরাষ্ট্রের সংবিধানে যে জন্য আনা হয় ২০তম সংশোধনী।

news24bd.tv নাজিম