লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে গেল নির্মাণ শ্রমিক

লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে গেল নির্মাণ শ্রমিক

অনলাইন ডেস্ক

রাজধানীর গেন্ডারিয়ায় নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে জয়দুল ঢালী (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হলে জয়দুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা।

শরিয়তপুর সখিপুর থানা এলাকার শহিদুল ইসলামের ছেলে জয়দুল।

তিনি এক ছেলে, তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে জুরাইন পাইপ রাস্তায় এলাকায় থাকতেন এবং রাজমিস্ত্রির কাজ করতেন।

থাবা দিতে ভুল করেননি নয়া টাইগার হাসান, অভিষেকেই বাজিমাত

মাস্ক না পরায় পুশ-আপ দিতে হল বিদেশিকে

জানা গেছে, গেন্ডারিয়া সাধনা ঔষধালয়ের পাশে নির্মাণাধীন একটি ১০তলা ভবনের কাজ করছিলো তারা। সন্ধ্যায় কাজ শেষে করে ১০তলা থেকে নিচে নামার সময় লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায় জয়দুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

news24bd.tv তৌহিদ