যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বোমা হামলার হুমকি

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বোমা হামলার হুমকি

অনলাইন ডেস্ক

নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকের আগ মুহূর্তে সে দেশের সুপ্রিম কোর্টে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।   সিএনএনের প্রতিবেদনে প্রথমে বোমা হামলার হুমকিতে সুপ্রিম কোর্টের লোকজন সরিয়ে নেয়ার কথা জানানো হয়েছিল। তবে হুমকি থাকলেও লোকজন সরানোর বিষয়টি ঠিক নয় বলে পরে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমটি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বাড়তি ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

বাইডেনের শপথ সরাসরি দেখুন (ভিডিওসহ)

বাইডেনের জন্য চিঠি রেখে গেছেন ট্রাম্প

গাড়ির সেলসম্যান হতে আজকের বাইডেন

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ভবনের উল্টো দিকেই রয়েছে ইউএস ক্যাপিটল, যেখানে বাইডেনের শপথ অনুষ্ঠিত হবে।

এদিকে, শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে ক্যাপিটলে পৌঁছেছেন জো বাইডেন, তার স্ত্রী জিল বাইডেন, নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী ডগ এমহফ।

পৌঁছেছেন ট্রাম্প প্রশাসনের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স, সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলও।

আর কিছুক্ষণের মধ্যেই নতুন প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসে বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়ার দিন পার্লামেন্ট ভবনে তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকরা। এতে এক পুলিশসহ নিহত হন অন্তত পাঁচজন।

এরপরও বাইডেনের অভিষেক ঘিরে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই সহিংসতা হতে পারে বলে বিশেষ সতর্কতা জারি করেছে এফবিআই।

শপথগ্রহণ উপলক্ষে ক্যাপিটলের নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে ২০ হাজারেরও বেশি ন্যাশনাল গার্ড সদস্য।

news24bd.tv/আলী