অনেক কষ্টের পর হোয়াইট হাউজে বাইডেন

অনেক কষ্টের পর হোয়াইট হাউজে বাইডেন

Other

ফেব্রুয়ারির শীতে আইওয়া ককাসের ভোটের ফলাফল জো বাইডেনের পক্ষে ছিলো না। ফলে, শুরুটা কঠিনই হয়েছিল তার। ২০২০-র প্রেসিডেন্ট পদে সত্যি সত্যি তিনি প্রার্থী হতে পারবেন কী না তা নিয়েও ছিলো সংশয়। বলা যায় তিনি ছিলেন বাতিলের খাতায়।

আরও পড়ুন: ‌‘গরীবের ডাক্তার’ খ্যাত লিটুর আগাগোড়া ছিল সততা

সালিশে ধর্ষণের রফাদফা ৭২ হাজার টাকায়, ক্ষোভে কিশোরীর আত্মহত্যা

অথচ প্রায় ৫০ বছরের রাজনৈতিক জীবনে হোয়াইট হাউসে যাওয়ার স্বপ্নই তিনি লালন করে আসছেন। বিশ্লেষকরা বলছেন এটাই হয়তো তার স্বপ্ন পূরনের শেষ চেষ্টা ছিলো।  

প্রাইমারি নির্বাচনে তিনি ছিলেন বেশ আবেগ তাড়িত। ছেলের মৃত্যু, অভাব অনটনের কথা  অকপটে বলেছেন জনতার সামনে।

তিনি বরাবর বিশ্বাস করতেন সব সময়ই আশা আছে।  

সত্যি, আশা মানুষকে অনেক এগিয়ে নেয়।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক