খুবি ঘটনার প্রতিবাদে মানববন্ধন আহবান

খুবি ঘটনার প্রতিবাদে মানববন্ধন আহবান

Other

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষার্থীদের পাঁচদফা দাবি আদায়ের আন্দোলনে যুক্ত থাকায় দুই শিক্ষার্থী ও ওই দাবির সাথে একাত্বতা প্রকাশ করায় তিন শিক্ষককে বহিস্কারাদেশের প্রতিবাদে মানববন্ধন আহবান করেছে সচেতন নাগরিক ও সাধারণ শিক্ষার্থীরা।

আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় নগরীর শিববাড়ি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

জানা যায়, বেতন কমানো, আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, উন্নত চিকিৎসাসহ পাঁচদফা দাবি আদায়ে আন্দোলন চলাকালে ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি ক্যাম্পাসে দু’জন অধ্যাপকের পথ আটকানো ও গুরুতর অসদাচরণ এর অভিযোগে দুই শিক্ষককে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: ধর্ষণের পর রক্তাক্ত কাপড় ছিঁড়ে গোসল করিয়ে আলামত নষ্ট

সপ্তম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ, রক্তাক্ত উদ্ধার

শিক্ষার্থীরা হচ্ছে- বাংলা ডিসিপ্লিনের মোহাম্মদ মোবারক হোসেন নোমান এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ইমামুল ইসলাম।

গত রোববার সন্ধ্যা থেকে তারা প্রশাসনিক ভবনের সামনে বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ কর্মসূচি শুরু করেছে।

এদিকে পাঁচদফা আন্দোলনে একাত্বতা প্রকাশ করায় আরও তিনজন শিক্ষক বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল ফজল, প্রভাষক শাকিলা আলম এবং ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক হৈমন্তী শুক্লাকে বহিষ্কারের চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে।

এসব ঘটনায় ক্ষিপ্ত সচেতন নাগরিক ও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন আহবান করে।

news24bd.tv তৌহিদ