পিএইচডি করে আসা শিক্ষকরা তরুণদের নিয়ে ভাবে না

পিএইচডি করে আসা শিক্ষকরা তরুণদের নিয়ে ভাবে না

Other

আমাদের দেশের বিশ্ববিদ‍্যালয়ের শিক্ষকরা যখন পিএইচডি করতে বিদেশে যায় তখন চব্বিশ-পঁচিশ বছরের তরুণ-তরুণীদের সাথে কাজ করে। সেসব তরুণরাই তাদের কলিগ হয়। কিন্তু এই শিক্ষকরাই যখন পিএইচডি শেষে দেশে ফিরে, তখন আর দেশের তরুণদের নিয়ে প্রবল স্বপ্ন দেখে না।

স্বপ্ন দেখার সুযোগও হয়তো থাকে না।

অথচ, তাদের উচিত ছিলো দেশের চব্বিশ-পঁচিশ বছরের তরুণ-তরুণীদের কী করে উচ্চতর গবেষণায় যুক্ত করা যায়, সে উদ্দেশ‍্যে কাজ করা।


আরও পড়ুন: বাইডেন কি তা হলে উত্তর আমেরিকার ‘মোদি’?


আফসোস, পঞ্চাশ বছরে কতে সহস্র শিক্ষক বিদেশ থেকে পিএইচডি করে গেলো, অথচ এই সংস্কৃতিটাই প্রতিষ্ঠা করা গেলো না আজো! দেশের বিশ্ববিদ‍্যালয় ও গবেষণা ইনস্টিটিউটগুলোতে যতোদিন তরুণদের দিয়ে মানসম্পন্ন পিএইচডি না হবে, ততোদিন গবেষণার সংস্কৃতি গড়ে তোলা অসম্ভব! অসম্ভব!

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক