পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯১ আসনে তৃণমূলে কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত, নন্দীগ্রাম থেকে লড়বেন মমতা ব্যানার্জি
নাচ-গান নিয়ে হিরো আলমের নতুন চমক, ‘ডিজে কালা’ (ভিডিও)
অনলাইন ডেস্ক
হিরো আলমকে কোন কিছুতেই যেন থামানো যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়া হিরো আলম কোন আলোচনা সমালোচনাকেই তোয়াক্কা করছেন না। চলছেন আপন গতিতে।
বেশ কিছুদিন থেকে নিজের কণ্ঠে গাওয়া বিভিন্ন গান নিয়ে সমালোচনার শীর্ষে। তাতে কি? নানা বিষয় নিয়ে একের পর এক গেয়েই যাচ্ছেন তিনি। এবার নাচ ও গানের ‘ডিজে কালা’ শিরোনামের মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন হিরো আলম। এই গানে হিরো আলম ডুয়েট করেছেন রুমি খানের সঙ্গে।
আরও পড়ুন: গোপনে নারীর গোসলের ভিডিও ধারণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গানের ভিডিওতে হিরো আলমকে দেখা গেছে এক ঝাঁক ড্যান্সারের সঙ্গে ডিজে পার্টির আদলে নাচে-গানে তাল মেলাতে। এই গানের কিছু অংশে র্যাপও রয়েছে। গানটি নিয়ে নেটিজেনরা প্রশংসা করলেও, কেউ কেউ হিন্দি গান ‘মুক্কালা মুকাবেলা’র অনুকরণের কথা লিখছেন কমেন্টে।
এর আগে, চলতি বছরের শুরুতে হিরো আলম নিজের জেলা বগুড়ার আঞ্চলিক ভাষার গান মুক্তি পায়।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর হিরো আলম তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘বাবু খাইছো’ নামে একটি গান রিলিজ করেন। এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া আসলেই থেমে থামেনকি আলম। তিনি ধারাবাহিকভাবে গান করে যাচ্ছেন, এরই মধ্যে তার হিন্দি ও ইংরেজি লিরিক্সের গান মুক্তি পেয়েছে।
ভিডিও দেখতে ক্লিক করুন।
news24bd.tv আহমেদ
পরবর্তী খবর
মন্তব্য