করোনায় মারা গেলেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন খসরু এবং বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি
পাটুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস নদীতে
অনলাইন ডেস্ক
মানিকগঞ্জের পাটুরিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। এতে মাইক্রোবাসে থাকা পাঁচ যাত্রীর কেউ হতাহত না হলেও মাইক্রোবাসটি তলিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর ইউএনবির।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসটি উদ্ধারে চেষ্টা করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, সকাল ৯টার দিকে ফরিদপুরগামী মাইক্রোবাসটি ৫ নম্বর ঘাটে ফেরিতে উঠতে না পেরে অন্যঘাটে যাওয়ার জন্য পন্টুন থেকে ওপরে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
‘অর্থ-দামি গাড়ি-উপহারসামগ্রী দিয়ে’ মেয়েদের প্রভাবিত করত দিহান
‘ধর্ষণের’ দৃশ্য দারোয়ান দেখে ফেলায় ‘আত্মহত্যা করে’ কলাবাগানের কিশোরী
এ সময় মাইক্রোবাসে থাকা চালকসহ আরও চার যাত্রী গাড়ির দরজা খুলে বেরিয়ে আসতে সক্ষম হন। এদের মধ্যে দুজন আহত হয়েছেন। বাকিরা সুস্থ রয়েছেন। তবে মুহূর্তের মধ্যে মাইক্রোবাসটি নদীতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন।
বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজের কর্মীরাও এরই মধ্যে মাইক্রোবাসটি উদ্ধারে যোগ দিয়েছেন বলে জানান তিনি।
news24bd.tv / কামরুল
পরবর্তী খবর
মন্তব্য