পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯১ আসনে তৃণমূলে কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত, নন্দীগ্রাম থেকে লড়বেন মমতা ব্যানার্জি
সৌকর্য ঘোষালের সাথে আসছেন জয়া
অনলাইন ডেস্ক
কলকাতার জনপ্রিয় বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসানকে ফের দেখা যাবে ওপার বাংলার নতুন সিনেমায়। নির্মাতা সৌকর্য ঘোষালের ‘ওসিডি’ শিরোনামে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জয়া।
সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকার বিনোদন সংস্করণ আনন্দপ্লাস। সেই খবর নিজের ফেসবুক পেজে শেয়ারও করেছেন জয়া।
প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। আর শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই কলকাতা যাচ্ছেন জয়া। সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার এই সিনেমায় জয়া ছাড়াও অভিনয় করবেন অনসূয়া মজুমদার, কৌশিক সেন, কণীনিকা বন্দোপ্যাধায়সহ অনেকে।
এর আগে জয়াকে নিয়ে নির্মাতা সৌকর্য ঘোষাল ‘ভূতপুরী’ শিরোনামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন। গ্রাফিক্সের কাজ শেষ হলেই মুক্তি দেওয়া হবে সিনেমাটি।
জয়া সবশেষ জনপ্রিয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত ‘নকশি কাঁথার জমিন’ সিনেমার শুটিং শেষ করেছেন।
বছরের শুরুতে অনলাইন প্ল্যাটফর্ম হইচইয়ের ‘বেস্ট পারফরম্যান্স অব দ্য ইয়ার’ সম্মাননা পান জয়া। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জয়া আহসানকে ২০২০ সালের সেরা অভিনয়শিল্পীর স্বীকৃতি দেওয়ার সুযোগটি হাতছাড়া করেনি।
news24bd.tv/আলী
পরবর্তী খবর
মন্তব্য