চীনের সাথে রেষারেষিতে ড্রাগন ফলের নাম পরিবর্তন!

চীনের সাথে রেষারেষিতে ড্রাগন ফলের নাম পরিবর্তন!

অনলাইন ডেস্ক

ভারতের গুজরাটে ড্রাগন ফলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার প্রশাসন।

ড্রাগন ফলের নামের সাথে চীনের সম্পর্ক রয়েছে বলে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। যদিও এই ফলের উৎপত্তির সাথে চীনের কোন সম্পর্ক নেই।

গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি বলেছেন, এখন থেকে ড্রাগন ফলের নাম হবে কমলাম (পদ্ম ফুলের সংস্কৃত নাম)।

ড্রাগন ফল স্থানীয়ভাবে মধ্য আমেরিকার গ্রীষ্মকালীন একটি ফল এবং দক্ষিণ আমেরিকায় এটি ব্যাপকভাবে চাষাবাদ হয়ে থাকে। সম্প্রতি এই ফলটি ভারতে পরিচিতি পেয়েছে এবং গুজরাটেও এটি বেশ জনপ্রিয়।

news24bd.tv

এই সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়ার ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে। এমনকি এই বিষয়টি নিয়ে অনেক কার্টুন ও মিমও তৈরি হয়েছে।


আমি পালিয়ে যাইনি: জ্যাক মা

যেসব অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন বাইডেন


উল্লেখ্য, পদ্ম ফুল ভারতের জাতীয় ফুল এবং এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র বলে বিবেচনা করা হয়।

গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত জানান। পদ্মফুল শুধু ভারতের জাতীয় ফুলই নয়, এটি তার দল ভারতীয় জনতা পার্টিরও প্রতীক।

সাম্প্রতিক সময়ে ভৌগোলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চীন ও ভারতের মধ্যে রেষারেষি শুরু হয়। এই বিষয়কে কেন্দ্র করে চীন ও ভারতের মধ্যে বর্তমানে শীতল অবস্থা বিরাজ করছে।

news24bd.tv / নকিব