সিস্টেম বলে কিছুই কি মানবসভ্যতা তৈরি করতে পারেনি?

সিস্টেম বলে কিছুই কি মানবসভ্যতা তৈরি করতে পারেনি?

Other

নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সততা বর্ণনা করে একটি ছোট ভিডিও ক্লিপ ফেসবুকে দেখলাম। বয়ান বাংলা অনুবাদেই ছাড়া হয়েছে। তিনি বলেছেন, আমি দেশকে সার্ভ করতে এসেছি, ব্যাংক ব্যালান্স বাড়াতে নয়। যদি ব্যাংক ব্যালান্স বাড়ানোর ইচ্ছা থাকতো তাহলে ব্যবসা করতাম, রাজনীতি নয়।

সবচেয়ে দুর্বল যেসব পাসওয়ার্ড

শীর্ষে ম্যানইউ

ভাবছি সদ্য বিদায়ী ডোনাল্ড ট্রাম্প তো প্রেসিডেন্টের পদে বসেও নিজের আগের বিশাল চালু ব্যবসা চালিয়ে গেছেন। এমনকি কর ফাঁকির অভিযোগও মিডিয়ায় এসেছে। আমাদের দেশে তো এখন অধিকাংশ রাজনীতিবিদই ব্যবসায়ী,  ব্যবসায়ীরাই রাজনীতিবিদ। প্রকাশ্যেই শোনা যায় রাজনীতি না করলে ব্যবসা করা যায় না, ব্যাংক লোন পাওয়া যায় না।

 
মাথাটা ঘুলিয়ে যাচ্ছে। তাহলে কি বিষয়টা শুধুই ব্যক্তিগত উদাহরণ? আইন, বিধি, প্রতিষ্ঠান, সিস্টেম বলে কিছুই কি মানবসভ্যতা তৈরি করতে পারেনি? কী শিখলাম সারা জীবন?


মোজাম্মেল হোসেন মঞ্জু: সিনিয়র সাংবাদিক

news24bd.tv/আলী