দায়িত্ব সঠিকভাবে পালন করলে সুফল বয়ে আনবেই বিমান  : ম্যানেজার হাফিজ

দায়িত্ব সঠিকভাবে পালন করলে সুফল বয়ে আনবেই বিমান : ম্যানেজার হাফিজ

অনলাইন ডেস্ক

পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করলে সুফল বয়ে আনবেই, বিদায় কালে এমনটাই বললেন কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলাম।  

২০১৭ সালের ২৯ নভেম্বর  কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগদান করেন মোহাম্মদ হাফিজুল ইসলাম । মেয়াদ শেষে বাংলাদেশে গমনের পূর্বে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন প্রবাসী সাংবাদিকদের সাথে।

সিটি টাওয়ার হোটেলে  সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিমানের স্টেশন ম্যানেজার মোহাম্মদ নাজমুল ইমাম, সেলস এক্সিকিউটিভ সামসুল আলম তুহিন, সালাহ উদ্দিন পলাশ, সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, বাংলা টিভি প্রতিনিধি আ হ জুবেদ, আরটিভি প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন, মাইটিভির প্রতিনিধি আল আমিন রানা, সময় টিভির প্রতিনিধি শরিফ মিজান, একাত্তর টিভির প্রতিনিধি সাদেক রিপন, ডিবিসি টিভির প্রতিনিধি মো. হেবজু, একুশে টিভির প্রতিনিধি আনোয়ার আকাশ, আনন্দ টিভির প্রতিনিধি সেলিম হাওলাদার, জয়যাত্রা প্রতিনিধি নাছরিন আকতার মৌসুমী প্রমুখ।

 

সবচেয়ে দুর্বল যেসব পাসওয়ার্ড

শীর্ষে ম্যানইউ

ফায়দাভিত্তিক রাজনীতি নিরপেক্ষ নির্বাচনের বাধা

সাংবাদিকদের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছেন সেই প্রেক্ষিতে প্রবাসীদের অনেক সমস্যার সমাধান  এবং বিমানের পক্ষ হতে যাত্রীদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করেছেন।   তার জন্য সাংবাদিকদের কৃতজ্ঞতা জানান।  

মোহাম্মদ হাফিজুল ইসলাম পেশাগত দায়িত্বের মেয়াদ শেষে সোমবার বুধবার (২০ জানুয়ারি) সকালে দেশের উদ্দেশ্যে কুয়েত ত্যাগ করেন। বর্তমানে ঢাকায় বদলি হয়েছেন মোহাম্মদ হাফিজুল ইসলাম।

এর আগে তিনি ঢাকা ও সিলেট
আতর্জাতিক বিমান বন্দরে দায়িত্ব পালন করেন।

তিনি কুয়েতে দায়িত্ব পালন কালে বিমানের অন টাইম পারফরম্যান্স, রাজস্ব বৃদ্ধি, সুবিধাজনক ভাড়া সহ যাত্রী বৃদ্ধি, কুয়েত থেকে চট্টগ্রামে সরাসরি ফ্লাইট  পুনরায় চালু করে প্রবাসীদের মন জয় করেছেন।

news24bd.tv /আলী