রাজতন্ত্রকে অপমানের দায়ে ৪৩ বছরের কারাদন্ড

রাজতন্ত্রকে অপমানের দায়ে ৪৩ বছরের কারাদন্ড

অনলাইন ডেস্ক

রাজতন্ত্রকে অপমান করার দায়ে এক নারীকে ৪৩ বছরের কারাদণ্ড দিয়েছে থাইল্যান্ডের আদালত। গত মঙ্গলবার এই সাজা দেয় থাইল্যান্ডের আদালত।

সাজাপ্রাপ্ত এই নারীর নাম আনচান প্রিলারট। তার বয়স ৬৫ বছর।

এই সাজা থাইল্যান্ডের সবচেয়ে কঠিন শাস্তি বলে জানিয়েছেন আইনজীবীরা। লেজ ম্যাজেস্টে নামে পরিচিত এই আইন, যা লঙ্ঘনের কারণে প্রতিবার ১৫ বছর করে কারাদণ্ড হতে পারে।

থাইল্যান্ডের রাজা, রানী, উত্তরাধিকারী বা রিজেন্টের সমালোচনা করলে এই শাস্তি দেয়া হয়। এটি সমালোচকদের জন্য বিশ্বের অন্যতম কঠিন শাস্তি।

থাই মানবাধিকার আইনজীবীদের মতে, আনচান প্রিলারট ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে ইউটিউব এবং ফেসবুকে অডিও ক্লিপ শেয়ার করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।

তাকে ২৯টি মামলায় দোষী সাব্যস্ত করা হয়, যার প্রত্যেকটি দোষের জন্য তিন বছর করে শাস্তিভোগ করতে হবে তাকে।

ব্যাংককের ফৌজদারি আদালত ৮৭ বছরের প্রাথমিক কারাদণ্ড প্রদান করে কিন্তু আনচানের দোষ স্বীকারের কারণে তা অর্ধেক করে দেওয়া হয়।

তার আইনজীবী পাওয়াইনি চুমশ্রী বলেন, ১১২ ধারা লঙ্ঘনের কারণে থাই আদালতের দেওয়া সর্বোচ্চ শাস্তি এটাই।


রাস্তার পাশেই ৮২৬টি গাঁজার গাছ!

চীনের সাথে রেষারেষিতে ড্রাগন ফলের নাম পরিবর্তন!


গত বছর কয়েক মাস ধরে তরুণদের নেতৃত্বে বিক্ষোভের পর প্রকাশ্যে থাইল্যান্ডের শক্তিশালী রাজতন্ত্র এবং বৃহত্তর গণতান্ত্রিক স্বাধীনতার সংস্কারের আহ্বান জানানো হয়।

এই রায় এই আন্দোলনকে শিথিল করে দিতে পারে। ডজন খানেক প্রতিবাদকারী নেতা এবং একটিভিস্টকে একই অপরাধে অভিযুক্ত করা হয়েছে।

news24bd.tv / নকিব