নোয়াখালীতে নোভাস নেটওয়ার্কের যাত্রা শুরু

নোয়াখালীতে নোভাস নেটওয়ার্কের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক

ইন্টারনেট সেবা আরও ব্যাপক আকারে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে নোয়াখালীতে যাত্রা শুরু করেছে নোভাস নেটওয়ার্ক।

বৃহস্পতিবার সকাল ১১ টায় নোয়াখালী মাইজদী বাজার, পুলিশ লাইন রোডে উদ্বোধন হয়ে গেল নোভাস নেটওয়ার্কের নোয়াখালী অফিস।

উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান।

আরও পড়ুন: মানুষ বাঁচে কর্মে, আয়ুতে কচ্ছপ

এসময় আরো  উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা ও সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন এবং কোম্পানীর হেড অফ অপারেশনস জনাব নূর ই আলম নিপু।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নুর ই আলম নিপু জানান, নোয়াখালীবাসীর হাতের মুঠোয় ইন্টারনেট সংযোগ সহজলভ্য করে তোলা এবং এর মাধ্যমে প্রান্তিক মানুষগুলোকে প্রযুক্তির আলোয় নিয়ে আসাই আমাদের এই প্রতিষ্ঠান থেকে নোয়াখালীর মানুষজনের চাহিদা অনুযায়ী দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদান করা হচ্ছে।

আমরা বিশ্বাস করি, এই পদক্ষেপ বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, নোভাস নেটওয়ার্ক তার গ্রাহকদের দিচ্ছে আর্ষণীয় ইন্টারনেট প্যাকেজ সুবিধা তাদের বর্তমান প্যাকেজ গুলোর মধ্যে রয়েছে ৭ এমবিপিএস ৬০০/- ১২ এমবিপিএস ১০০০/- ১৫ এমবিপিএস ১৪০০/- এবং ২০ এমবিপিএস মাসিক চার্জ মাত্র ১৮০০ /- ভবিষ্যতে নোভাস নেটওয়ার্ক তার গ্রাহকদের জন্য আরো আকর্ষণীয় ও সহজলভ্য ই্ন্টারনেট সেবা নিয়ে আসবে। এমনটাই জানিয়েছে নোভাস নেটওয়ার্ক।

news24bd.tv তৌহিদ