দুই পেনাল্টি মিস করেও জয় পেলো বার্সা

দুই পেনাল্টি মিস করেও জয় পেলো বার্সা

অনলাইন ডেস্ক

আগের রাউন্ডে অ্যাটলেটিকো মাদ্রিদকে বিদায় করেই নিজেদের শক্তির জানান দিয়েছিল কোরনিয়া। তারপরও তৃতীয় সারির দলটিকে যেন গোণায় ধরতে চাননি বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। নিষেধাজ্ঞার কারণে লিওলেন মেসি নেই। এর মধ্যে গোলরক্ষক মার্ক-আন্দ্রে স্টেগানসহ সেরা একাদশের কয়েকজনকে বাইরে রাখার ঝুঁকিটা নিয়েছিলেন বার্সা কোচ।

সেই ঝুঁকি কাল হয়েই দাঁড়াতে পারতো। দুটি পেনাল্টি মিসসহ অসংখ্য সুযোগ নষ্ট করে কোপা দেল রে'তে রীতিমত বিপদেই পড়তে যাচ্ছিল বার্সা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের দুই গোলে নাটকীয় এক জয় (২-০) নিয়ে শেষ ষোলোয় পা রেখেছে রেকর্ড চ্যাম্পিয়নরা।

স্ট্রোকের ঝুঁকি এড়াবেন যেভাবে

ফেব্রুয়ারিতে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

জুমার দিন দুনিয়ার শ্রেষ্ঠ দিন

অতিরিক্ত সময়ের শুরুতেই জালের দেখা পায় বার্সেলোনা।

৯২ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো এক শটে জাল কাঁপান ডেম্বেলে। খেলা শেষ হওয়ার আগমুহূর্তে (১২১ মিনিট) দলকে আরও এক গোল এনে দেন মার্টিন ব্রাথওয়েট। পেদ্রিকে বাধা দিতে এগিয়ে গিয়েছিলেন কোরনিয়া গোলরক্ষক, সুযোগ ফাঁকায় ব্রাথওয়েটকে বল দিয়ে দেন তিনি আর সেটি থেকে গোল আদায় করে নেন ডেনিশ ফরোয়ার্ড।

news24bd.tv /আলী