সংকটে পড়তে পারে ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্ক

সংকটে পড়তে পারে ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্ক

অনলাইন ডেস্ক

২০১৫ সালে স্বাক্ষরিত ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতায় যদি আমেরিকা আবার ফিরে আসে তাহলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার সূত্র দিয়ে চ্যানেল-১২ গত বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন যদি বারাক ওবামা প্রশাসনের পরিকল্পনা গ্রহণ করেন তাহলে তার সঙ্গে আলোচনার কোনও কিছু থাকবে না।


বিদায়ের আগে আরব আমিরাতের সাথে ট্রাম্পের শেষ চুক্তি

জুমার দিন দুনিয়ার শ্রেষ্ঠ দিন


চ্যানেল-১২ এর এই প্রতিবেদনে সুস্পষ্ট করা হয়নি যে, ইসরায়েলের শীর্ষ পর্যায়ের ওই কর্মকর্তা জো বাইডেনের কোনও পরিকল্পনার কথা বোঝাতে চেয়েছেন কিনা।

তবে মার্কিন প্রশাসন যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে ইসরায়েল এবং আমেরিকার সম্পর্ক সংকটের মধ্যে পড়বে।

news24bd.tv / নকিব