এই এক্সপ্রেসওয়েটি যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের উন্মোচন করেছে

এই এক্সপ্রেসওয়েটি যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের উন্মোচন করেছে

Other

গত ১২ মার্চ ঢাকা-মাওয়া-ভাঙ্গা রুটে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

এক্সপ্রেসওয়েটি গাড়ি প্রবেশ ও বের হওয়ার জন্য রাখা হয়েছে আটটি পথ। আগামী ২০ বছরের ক্রমবর্ধমান যান চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে ১১ হাজার ৯০ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন: নিক্সনকে থামান, আওয়ামী লীগের উদ্দেশে কাদের মির্জা

এই এক্সপ্রেসওয়েটি যোগাযোগ ব্যবস্থায় নতুন এক দিগন্ত উন্মোচিত করেছে।

পদ্মা নদীর উপর প্রায় ৬.৫ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ শেষ হলে এই এক্সপ্রেসওয়ের পুরো সুবিধা পাওয়া যাবে। তখন ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র ৪২ মিনিট। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হলে রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে।

অত্যন্ত দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়েটির এই ছবিগুলো তোলা হয়েছে কেরানীগঞ্জের আব্দুল্লাপুর এলাকা থেকে।

news24bd.tv তৌহিদ