ট্রাম্পের অভিশংসনের বিচার বিলম্ব করার প্রস্তাব

ট্রাম্পের অভিশংসনের বিচার বিলম্ব করার প্রস্তাব

Other

ট্রাম্প পক্ষকে প্রস্তুতির সময় দিতে অভিশংসনের বিচার আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্ব করার প্রস্তাব দিয়েছেন সিনেট নেতা মিচ ম্যাককনেল। সামনের দিনগুলোতেই ডেমোক্রেট সহকর্মীদের সঙ্গে  এই বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

এদিকে, প্রেসিডেন্টের দায়িত্বের প্রথম দিনেই বহুল প্রত্যাশিত অবৈধ অভিবাসীদের বৈধতা প্রদান সংক্রান্ত প্রস্তাবটি কংগ্রেসে পাঠিয়ে দিয়েছেন জো বাইডেন। একইসঙ্গে দিয়েছেন করোনা মোকাবিলায় আরো ১০টি পদক্ষেপের ঘোষণা।

ট্রাম্প প্রশাসনের অপশাসনে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রকে পুনরুদ্ধার করার লক্ষ্যে প্রথম দিনই কাজে লেগে পড়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সাবেক রাষ্ট্রপতির অ-আমেরিকান বিধি বাতিলে স্বাক্ষর দিয়েছেন ১৭টি নির্বাহী আদেশে। কংগ্রেসে পাঠিয়েছেন বহুল প্রত্যাশিত অবৈধ অভিবাসীদের বৈধতা প্রদানের প্রস্তাব। এ বিষয়ে শিগগির ব্রিফিং করা হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: সবার আগে টিকা পাওয়ার অধিকার ডা. জাফরুল্লাহর

এছাড়াও করোনা মোকাবিলায় টিকাদান কর্মসূচিতে গতিবৃদ্ধিসহ ১০টি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন বাইডেন। পরিকল্পনাগুলো রাজনৈতিক নয় বরং বিজ্ঞানসম্মত বলেই মন্তব্য করেছেন নতুন প্রেসিডেন্ট।

তিনি জানান, বাস্তয়বায়নে কয়েকমাস লাগলেও ঐক্যবদ্ধ থাকলে ভাইরাস মোকাবিলা সম্ভব।

জো বাইডেনের একতার ডাককে গ্রহণ করতে মার্কিনিদের প্রতি সম্মিলিতভাবে এক ভিডিওতে আহ্বান জানিয়েছেন সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা।

news24bd.tv তৌহিদ