সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, ৪ জন নিহত

সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, ৪ জন নিহত

অনলাইন ডেস্ক

মধ্যসিরিয়ার হামায় বিমান থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ হমলা হয়। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলেও জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, শুক্রবার ভোর হওয়ার কিছুক্ষণ আগে ওই হামলা চালায় ইসরায়েল।

ওই সময় প্রতিবেশী লেবাননের আকাশে উড়ছিল ইসরায়েলি যুদ্ধবিমান।

আরও পড়ুন: 


বাজেট নিয়ে এখনই ভাবছে সরকার!

নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত সাকিব

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়েছে

যে দেশে বাড়ছে মুসলিমদের সংখ্যা!


সামরিক সূত্র আরো জানায়, স্থানীয় সময় রাত ৪টায় লেবাননের ত্রিপোলী শহরের দিক থেকে ক্ষেপণাস্ত্র নিয়ে আগ্রাসন চালায় ইসরাইলি শত্রুরা। হামার গভর্নরের ভবনসহ আরো কিছু সরকারি স্থাপনা লক্ষ্য করে তারা হামলা চালায়। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

 

এই হামলায় প্রদেশের পশ্চিম প্রান্তে বাবা, মা এবং দুই সন্তানসহ একটি পরিবারের সবাই শহীদ হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা সানা।

সূত্র: আলজাজিরা।

news24bd.tv / কামরুল