ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণে রাশিয়ায় সেনা পাঠাবে ভারত

ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণে রাশিয়ায় সেনা পাঠাবে ভারত

অনলাইন ডেস্ক

মার্কিন নিষেধাজ্ঞার হুমকি থাকা সত্ত্বেও ভারত এস -৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রশিক্ষণের জন্য রাশিয়ার এক সামরিক বিশেষজ্ঞদের একটি দল পাঠাবে।   ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ এ তথ্য জানিয়েছেন।  

নিকোলাই কুদাশেভ বলেন, ‘আগামী কিছুদিনের মধ্যে ভারত তার সেনাদল রাশিয়ায় পাঠাবে। এটি অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা এবং এর মধ্যদিয়ে আমাদের কৌশলগত অংশীদারিত্বের এর নতুন অধ্যায় সূচিত হবে।

২০১৮ সালের অক্টোবর মাসে রাশিয়া এবং ভারত ৫৪০ কোটি ডলার মূল্যের এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে চুক্তি সই করে। এই চুক্তির আওতায় রাশিয়া ভারতকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য পাঁচটি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে।
চলতি বছরের শেষ নাগাদ এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান ভারতের কাছে পৌঁছাবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে পুরো চালান ভারতকে দেওয়া হবে।

রাষ্ট্রদূত কুদাশেভ আরো জানান, ভারতের সঙ্গে মস্কো সফলভাবে আরো কয়েকটি অস্ত্র চুক্তি করেছে।

এ ছাড়া, ভারত-রাশিয়া যৌথভাবে সাত লাখ কালাশনিকভ রাইফেল উৎপাদন করবে। রাশিয়া ভারতকে ২০০টি কেএ-২২৬ মডেলের হেলিকপ্টার সরবরাহ করেছে মস্কো- সেকথাও উল্লেখ করেন কুদাশেভ।

news24bd.tv/আলী