খামেনির ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটার

খামেনির ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটার

অনলাইন ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির নামে একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটার।

গত বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির ভুয়া অ্যাকাউন্ট থেকে ট্রাম্পের গলফ খেলার একটি ছবি পোস্ট করে টুইট করে, 'প্রতিশোধ অনিবার্য। সোলাইমানির হত্যাকারী এবং যে এই আদেশটি দিয়েছে তাকে অবশ্যই প্রতিশোধের সম্মুখীন হতে হবে। '

টুইটারের এক মুখপাত্র জানান, খামেনির নামে একটি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছিল।

ওই ভুয়া অ্যাকাউন্ট থেকে নিয়মবহির্ভূত কাজ করা হতো। কোনো উস্কানিমূলক পোস্ট বা মন্তব্যের জন্য তাদের প্ল্যাটফর্মকে ব্যবহার করা যাবে না।


করোনার নতুন ধরণটি শুধু অধিক সংক্রামকই নয়, প্রাণঘাতীও: বরিস জনসন

৮৪৮ কোটি টাকা পুরস্কারের ঘোষণা ইলন মাস্কের


খামেনির আসল অ্যাকাউন্ট এখনও সচল রয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে খামেনির তরফ থেকে এখনো কিছু জানা যায়নি।

হঠাৎ করেই খামেনির অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়টি সামনে আসে। তা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক