তৃতীয় ওয়ানডেতে একাদশে পরিবর্তন আসবে:  পাপন

তৃতীয় ওয়ানডেতে একাদশে পরিবর্তন আসবে: পাপন

অনলাইন ডেস্ক

দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।   এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা।

চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে একাদশে পরিবর্তন আসতে পারে জানিয়ে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন,সাকিব আল হাসান নিউজিল্যান্ড সফরে যাবেন না এমন কোন সংবাদ নেই।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করে স্বভাবতই অনেকটা নির্ভার তামিম বাহিনী।

ফলে শেষ ওয়ানডের একাদশে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ রয়েছে নির্বাচকমণ্ডলীর হাতে। এমন ইঙ্গিত  দিয়েছেন অধিনায়ক তামিম ইকবালও ।

ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণে রাশিয়ায় সেনা পাঠাবে ভারত

প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ৬৬ হাজার ১৮৯টি পরিবার

বান্ধবীদের কাছেই পিকে হালদারের ৮৬৭ কোটি টাকা

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুক্রবার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তামিম বলেন, প্রত্যেকেরই খেলার সুযোগ পাওয়া উচিত। আগের দুই ম্যাচে যারা খেলার সুযোগ পাননি, তারা সকলেই ভালো করতে সক্ষম।

আমি নিশ্চিত যে, তৃতীয় ওয়ানডেতে আমাদের কিছু পরিবর্তন হবে। আশা করি, যারা সুযোগ পাবে, তারাও নিজেদের সামর্থ্য প্রমাণ করবে।

news24bd.tv/আলী