ট্রাম্পের বিচার শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে

ট্রাম্পের বিচার শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে

অনলাইন ডেস্ক

ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে সদ্য বিদায় নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার। সিনেটে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে এই বিচার প্রক্রিয়া শুরু হবে।

বিবিসি জানায়, সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের একটি সমঝোতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প হতে যাচ্ছেন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরও দেশটির সিনেটে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।

এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদে দ্বিতীয়বার অভিশংসিত হয়েও প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে লজ্জাজনক রেকর্ড গড়েন তিনি।


মার্কিন সেনাদের কাছে ক্ষমা চেয়েছেন নতুন প্রেসিডেন্ট

দুবাইয়ে সামাজিক দূরত্বের নতুন নিয়ম


ট্রাম্পের পক্ষে বক্তব্য তুলে ধরার জন্য তার আইনজীবীদের দুই সপ্তাহ সময় দেওয়া হবে। ফলে ৮ ফেব্রুয়ারির আগে এই বিষয়ে শুনানি শুরু হওয়ার কোন সুযোগ নেই।

এর আগে আর কোনও প্রেসিডেন্টের বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নেওয়া হয়নি।

দোষী সাব্যস্ত হলে ভবিষ্যতে আর কোনও সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না ট্রাম্প।

উল্লেখ্য, মার্কিন পার্লামেন্ট ভবনে ‘সহিংসতায় উস্কানি’ দেওয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন আর্টিকেলটি সোমবার সিনেটে পাঠাবেন ডেমোক্র্যাটরা।

news24bd.tv / নকিব