বার্লিনের নারী ইমাম সাইরান আতিস

বার্লিনের নারী ইমাম সাইরান আতিস

অনলাইন ডেস্ক

এতদিন আমরা জেনে আসছি নারীরা ইমাম হতে পারবে না। কিন্তু, সম্প্রতি জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয় বার্লিনের একটি মসজিদের ইমাম একজন নারী। ওই নারীর নাম সাইরান আতিস।

আরো ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছেন সাইরান আতিস।

তুর্কি বংশোদ্ভূত এই জার্মান প্রশিক্ষণ নিয়ে বার্লিনের ইবনে রুশদগ্যোটে মসজিদে ইমামের দায়িত্ব পালন করছেন। ২০১৭ সালে আতিস নিজেই মসজিদটি প্রতিষ্ঠা করেন।


বান্ধবীদের কাছেই পিকে হালদারের ৮৬৭ কোটি টাকা


সেখানে যেকোনো ধর্মের মানুষেরই প্রবেশাধিকার রয়েছে এবং নারী-পুরুষ একসঙ্গেই প্রার্থনায় অংশ নিতে পারেন। আতিস ২০১৭ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমাদের মসজিদে কাউকে নিকাব বা বোরকা পরে আসতে হবে না৷’

সূত্র: ডয়েচে ভেলে

news24bd.tv/আয়শা