‘‌বিয়ের আসরে নাচ-গান ইসলাম বিরোধী’

‘‌বিয়ের আসরে নাচ-গান ইসলাম বিরোধী’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

‘বিয়ের আসরে ডিজে বাজানো ইসলাম বিরোধী’ এ ফতোয়া জারি করেছে ভারতের উত্তর প্রদেশের দেওবন্দে। সেখানকার মাওলানা সম্প্রতি এই ফতোয়া জারি করেন। দারুল উলম সংগঠনের পক্ষ থেকেও এ ফতোয়াকে সমর্থন জানানো হয়েছে।

শহরের কাজি মুফতি আজহার হুসেন বলেন, যেখানে বিয়ের অনুষ্ঠানে নাচ-গান, ডিজে চলবে, সেখানে আমরা যাব না।

কারণ বিয়ের আসরে এই ধরনের কর্মকাণ্ড ইসলাম বিরোধী। ইসলাম কোনো মতেই তা সমর্থণ করে না। এলাকায় যাঁরা এভাবে বিয়ের আসর তৈরি করবেন তাঁদের বয়কট করা হবে।

তিনি বলেন, বিয়ে শুরুর আগে নাচ-গানের আসর বসলে কোনো আপত্তি নেই।

বিয়ের আসরে এই ধরনের নাচ-গানের আসর বসানো মানে হলো অপচয় এবং বাজে খরচ। আর অপচয়কারী শয়তানের ভাই। শুধু দেওবন্দ নয় রাজস্থানের কোটাতেও বিয়ের আসরে নাচ-গান, ডিজের আসর নিষিদ্ধ করেছেন সে এলাকার মাওলানারা।

দেওবন্দে এই ধরনের ফতোয়া নতুন নয়, এর আগে মরণোত্তর দেহ দানের বিরোধিতা করে ফতোয়া জারি করেন এখানকার মাওলানারা। তাঁদের দাবি, মুসলমানদের জীবন আল্লাহর দান, মৃত্যুর পরেও তাই সেটা আল্লার হয়ে যায়। সেটার উপর কারো অধিকার থাকে না। তাই দেহ দান নাজায়েজ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর