যশোরে ৬৬৬ ভূমিহীন পরিবারের মাঝে ভূমি ও ঘর প্রদান

যশোরে ৬৬৬ ভূমিহীন পরিবারের মাঝে ভূমি ও ঘর প্রদান

Other

যশোরে ৬৬৬ ভূমিহীন পরিবারের মাঝে ভূমি ও ঘর প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমি ও গৃহহীনদের এ ঘর প্রদান করা হয় ।  

এ সময় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সাথে সংযুক্ত হন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান নূর জাহান ইসলাম নীরা, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানসহ অনান্য সরকারি কর্মকর্তাবৃন্ধ।

আরও পড়ুন:


ক্যাটারিং ও ফটোগ্রাফি ব্যবসায়ও করোনার হানা

বান্ধবীদের কাছেই পিকে হালদারের ৮৬৭ কোটি টাকা

ডাবল মাস্কের প্রয়োজন কতোটা?

বিশ্বের সবচেয়ে দামি মোটরবাইক


আজ প্রথম ধাপে সদর উপজেলায় ২৯০টি, বাঘারপাড়ায় ১৪টি, ঝিকরগাছায় ১৯টি, চৌগাছায় ২৫টি, মণিরামপুরে ১৯৯টি, অভয়নগরে ৫৭টি, কেশবপুরে ১২টি এবং শার্শায় ৫০টি পরিবারকে দুই শতক জমি, দৃষ্টিনন্দন ইটের গাথুনি, রঙিন টিনের ছাউনি ও দুই রুম বিশিষ্ট ঘর, দেওয়া হয়।

প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা বরাদ্দ করা হয়।

news24bd.tv / কামরুল