পুরুষ সঙ্গী ছাড়াই বাচ্চার জন্ম দেয় এই মাছ

পুরুষ সঙ্গী ছাড়াই বাচ্চার জন্ম দেয় এই মাছ

অনলাইন ডেস্ক

পুরুষ সঙ্গী ছাড়াই বাচ্চা জন্ম দিয়েছে ঈগল প্রজাতির রে মাছ। নিউজিল্যান্ডের অকল্যান্ডের এই খবর বিজ্ঞানীদেরও অবাক করেছে। কোনো পুরুষ সঙ্গীর সংস্পর্শ ছাড়াই গর্ভবতী হয়েছে এখানকার অ্যাকুরিয়ামে থাকা দুটি রে ফিস।  

বিজ্ঞানীরা জানিয়েছেন, দুবছর ধরে সেই রে ফিসগুলো কোনো পুরুষ সঙ্গীর সংস্পর্শে আসেনি।

তবুও তারা মা হয়েছে। কী করে সম্ভব! বিজ্ঞানীদের মধ্যেও বিভিন্ন যুক্তির ভিত্তিতে তর্ক-বিতর্ক করছেন।

বিজ্ঞানীরা বলছেন, এই দুটি মাছ ঈগল রে প্রজাতির।

ক্যাটারিং ও ফটোগ্রাফি ব্যবসায়ও করোনার হানা

বান্ধবীদের কাছেই পিকে হালদারের ৮৬৭ কোটি টাকা

ডাবল মাস্কের প্রয়োজন কতোটা?

অকল্যান্ডে একটি অ্যাকুরিয়ামে ওই দুটি মাছকে রাখা হয়েছিল।

দুটি মাছ দুটি করে বাচ্চার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের অনেকে বলছেন, শেষবার পুরুষ সঙ্গীর সঙ্গে মিলনের পর তারা শরীরে স্পার্ম সঞ্চয় করে রেখেছিল। তবে এই থিওরি ঠিক নয় বলে দাবি করেছেন আরেক দল বিজ্ঞানী। নিউ জিল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড অ্যাটমোসফেরিক রিসার্চ-এর কর্মী এডেল ডিউটিলয় জানিয়েছেন, ব্যাপারটা পার্টিনাংগনেসিস হতে পারে।

অর্থাৎ, একই মাছে শরীরে পুরুষ ও স্ত্রী, দুই লিঙ্গের বৈশিষ্ট্য বর্তমান। এমন ঘটনা অবশ্য প্রথমবার লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা। এমনিতে ঈগল রে প্রজাতির মাছ আক্রমণাত্মক হয়।  

news24bd.tv নাজিম