বিদেশের জীবনটাকে আমিও একসময় মশকরাই মনে করতাম

রাখী নাহিদ

বিদেশের জীবনটাকে আমিও একসময় মশকরাই মনে করতাম

Other

ফাতেমা মেসেঞ্জারে কল দিয়ে জিজ্ঞেস করলো 

- আফা, কেমন আছেন? 

বললাম 

- কেমন আছি বুঝি না ফাতেমা। শুধু এইটুকু বুঝি যে আমি এখন তোমার থেকেও বড় ফাতেমা।

পার্থক্য একটাই তুমি বাংলায় ঘর মুছ আর আমি ইংরেজিতে মপ করি। তুমি চুলায় রান্না কর আমি ওভেনে পিজ্জা বানাই।

তুমি মাস গেলে টাকা ইঙ্কাম কর আর আমি করব ডলার।  

ফাতেমা খুব আনন্দ পেল আমার কথা শুনে।  

হেসে বলল 

- আফা খালি মশকরা করে।  

আমি দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বললাম 

- হ্যাঁ বিদেশের জীবনটাকে তোমার মত আমিও একসময় মশকরাই মনে করতাম।

অথচ মাত্র এক মাস কাজ করেই আমার হাত দুইটা হাতুড়ি হয়ে গেছে।  

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশে ফিরতে ফিরতে বুলডোজারের বদলে এই হাত দিয়ে বিল্ডিংও ভাঙ্গা যাবে.......

তবে অতীব সত্য হল,

পৃথিবীর কয়টা পুরুষ এই রকম পরিশ্রম কর‍তে পারে

স্টোরে ঢুকে স্নিকার, টি শার্ট, ক্যাপ পরে কামলা দিতে আমার যে আনন্দ হয়, 

কোনদিন শাড়ি চুড়ি পরে পায়ের উপর পা তুলে, মহারাণীর মত বসে থেকেও আমার এই আনন্দ হয়নি.....

রাখী নাহিদ, নিউইয়র্ক (ফেসবুক থেকে নেয়া)

news24bd.tv নাজিম