চ্যাম্পিয়ন্স লিগ: আটালান্টা ০-১ রিয়াল মাদ্রিদ, মনশেনগ্লাডবাখ ০-২ ম্যনাচেস্টার সিটি
নতুন বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন সোনাক্ষী, দেখে নিন তার অন্দরমহল
অনলাইন ডেস্ক
বছরের শুরুতেই মুম্বইয়ের বান্দ্রায় একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
তার পরিকল্পনা ছিল, ৩০ বছর পেরনোর আগেই নিজের জন্য বাসস্থান কিনবেন।ডেডলাইনের ২ বছর পর অর্থাৎ ৩২-এ এসে তার ‘স্বপ্ন পূরণ’ হলো। এতেই কম উচ্ছ্বসিত নন এই অভিনেত্রী।
নতুন ফ্ল্যাট কিনলেও আপাতত পরিবারের সঙ্গে আগের বাড়ি ‘রামায়ণ’-এই থাকবেন সোনাক্ষী।
নতুন ওই ফ্ল্যাট সাজানোর দায়িত্ব দিয়েছিলেন ইন্টিরিয়র ডিজাইনার রুপিন সূচককে এই অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে সেখানকার কিছু ছবিও পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুন:
ক্যাটারিং ও ফটোগ্রাফি ব্যবসায়ও করোনার হানা
আশ্রয়ণ প্রকল্পের ঘর পেলেন সেই এমপি জজ মিয়া
এ ব্যাপারে সোনাক্ষী বলেছিলেন, “আমি অনেক দিন ধরে ব্যক্তিগত একটা জায়গা তৈরির কথা ভাবছিলাম। যাঁরা আমার মতো পরিবারের সঙ্গে থাকেন, তাঁরা এই বিষয়টা বুঝবেন। ওই বাড়িতেও আমার নিজস্ব ঘর ছিল, কিন্তু সম্পূর্ণ একটি ফ্লোর নিজের মতো করে সাজিয়ে তোলাটা আমার অনেক দিনের শখ ছিল।”
news24bd.tv / কামরুল
পরবর্তী খবর
মন্তব্য