শিমের বিচি দিয়ে ডিম ভুনা

শিমের বিচি দিয়ে ডিম ভুনা

অনলাইন ডেস্ক

শিমের বিচি দিয়ে ডিম রান্না খেতে খুবই সুস্বাদু। রান্না করতেও ঝামেলা কম। আসুন শিমের বিচি দিয়ে ডিম রান্না তৈরির রেসিপিটি জেনে নেই:

উপকরণ: শিমের বিচি ৩০০গ্রাম, ডিম তিনটি, টমেটো দুইটি, পেঁয়াজ কুঁচি আধা কাপ, লবণ স্বাদ মতো, আদা-রোসন বাটা আধা চামচ, মরিচ গুঁড়া আধা চামচ, হলুদ গুঁড়া আধা চামচ, ধনিয়া গুঁড়া আধা চামচ, জিরা গুঁড়া আধা চামচ,গরম মশলা আস্ত এক টুকরো, এলাচ তিনটি, লবঙ্গ তিনটি, তেজপাতা দুইটি, কাঁচা মরিচ চারটি, ধনিয়া পাতা দুই টেবিল চামচ, তেল পরিমান মতো।  


করোনায় আক্রান্ত সার্জিও আগুয়েরো

বাংলাদেশে প্রথম করোনার টিকা পাবেন একজন নার্স: স্বাস্থ্য সচিব

শেরপুরে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে নতুন ঘর হস্তান্তর


প্রণালী: প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিন।

তারপর তাতে লবন ,হলুদ মাখিয়ে ভেজে নিন। এবার ঐ প্যানে গরম মশলা, এলাচ,লবঙ্গ ও তেজপাতা হালকা ভেজে তাতে পেঁয়াজ কুচি দিন পেঁয়াজ হালকা বাদামি হলে তাতে সামান্য পানি দিন। এবার একে একে বাটা এবং গুঁড়া মশলা দিয়ে কষিয়ে নিন।  

কষানো হলে তাতে ছিমের বিচি দিয়ে আবারো কষিয়ে পানি দিন।

এবার চুলার আচ মাঝারি রেখে কয়েক মিনিট রান্না করুন। এবার ভেজে রাখা ডিম, টমেটো দিয়ে আরো কয়েক মিনিট রান্না করুন এবার কাঁচা মরিচ ফালি ও ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন ছিমের বিচি দিয়ে ডিম ভুনা।

news24bd.tv নাজিম