ল্যারি কিং-এর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা

ল্যারি কিং

ল্যারি কিং-এর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা

Other

প্লেইন স্পিকিং-কথাটার বাংলা কি হতে পারে? কথায়, চেহারায় কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখিয়ে অতিথির সাথে কথা বলে যাওয়া-সহজ কোনো ব্যাপার না।  

এমন কি ‘তুমি ইহুদি’- বলে শো চলা কালেই ফ্লোরে শব্দ করে থুতু ফেরার পরও ভাবলেশহীন চেহারায় অনুষ্ঠান চালিয়ে যাওয়ার ক্ষমতা থাকা খুবই কঠিন ব্যাপার।  

ল্যারি কিং এই কঠিন কাজগুলোই করে গেছেন-জীবনভর। ইন্টারভিউ কিংবা টক শো হোস্ট হিসেবে নিজেকে সবসময় পক্ষপাতহীন রেখেছেন তিনি।

‘ল্যারি কিং শো’ থেকে ‘ল্যারি কিং লাইভ’। একটা টক শো, কিংবা নিছক সাক্ষাতকারের অনুষ্ঠান সারা দুনিয়ায় সাড়া ফেলতে পারে, প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে যেতে পারে, সেটি তিনি দেখিয়েছেন।  

নিজেকে দাঁড় করিয়েছেন প্রতিষ্ঠান হিসেবে, নিজের শো টাকেও প্রতিষ্ঠা করেছেন- প্রতিষ্ঠান হিসেবে। ল্যারি কিং এবং ল্যারি কিং লাইভ-দুটোই যেনো এক কিংবদন্তি।

ল্যারি কিং এর  জীবন অবসান ঘটেছে আজ। তার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা।

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুন দেশ, কানাডা

news24bd.tv নাজিম