হাইকোর্টের সামনে ছুরিকাঘাতে  অজ্ঞাত ব্যক্তি নিহত

হাইকোর্টের সামনে ছুরিকাঘাতে অজ্ঞাত ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগে হাইকোর্টের সামনের রাস্তায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাত (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন।   শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে  আবদুর রহমান নামের এক ভ্যানচালক গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবদুর রহমান জানান, তিনি ভ্যান চালিয়ে যাওয়ার সময় হাইকোর্টের কদম ফোয়ারার পাশে একজনকে রক্তাক্ত অবস্থায় কাত্রাতে দেখেন। রাস্তায় রক্ত গড়িয়ে যাচ্ছিল।

তিনি তাকে বাঁচানোর জন্য ভ্যান গাড়িতে তুলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা ছিনতাই করতে চাইলে তিনি তাদের সঙ্গে ধস্তাধস্তি করেন। এক পর্যায়ে তার পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। টাকা না নিয়েই হয়তো ছিনতাইকারীরা পালিয়ে গেছে।

 

ল্যারি কিং-এর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা

যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টিনে থাকার সময় বাড়লো

বাংলাদেশে প্রথম করোনার টিকা পাবেন একজন নার্স: স্বাস্থ্য সচিব

শেরপুরে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে নতুন ঘর হস্তান্তর

শাহবাগ থানার ওসি মামুনুর রশিদ  জানান, নিহত ব্যক্তির পকেটে ১৬ হাজার টাকা পাওয়া গেছে। পকেটে টাকা পাওয়ার বিষয়টিকে ছিনতাই মনে করা যাচ্ছে না। পূর্ব শত্রুতার জের হিসেবে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে কি কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন সেটি তদন্ত করে দেখা হবে।  

news24bd.tv নাজিম