জীবনের রহস্য

জীবনের রহস্য

Other

আমি ভাগ্যে বিশ্বাসী। নিয়তি বলে একটা কথা আছে। তাই যা পাই তাতেই আমি সন্তষ্ট। যা পাইনি তা নিয়ে হা হুতাশ করি না।

অনেক কিছুই জীবনে পাব না তাই বলে জীবন বৃথা হয়ে যাবে না।

আবার যা পেয়েছি তাওতো কম না। এতো কিছু পাওয়ার কথা ছিল না। জীবনে যা কিছু ঘটে সবই পূর্ব নির্ধারিত।

একেই বলে নিয়তি। সুতরাং সবকিছু সহজভাবে নিতে পাৱাই হচ্ছে সভ্যতা।


 গ্যারান্টি দিতে পারবেন মোশতাকরা এখন নেই আওয়ামী লীগে


 

সবকিছু আমাদের হাতে নাই, সবকিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আবার কোনো কিছু অর্জনেৱ জন্য যোগ্যও হতে হয়। যোগ্যতা যেমন লাগে ক্যারিশমাও লাগে। আবার কম যোগ্যৱাও অনেক কিছু অর্জণ করে ফেলে।

এজন্য দরকার ক্যারিশমা, ধূৰ্ত হতে হয়। সবার এই যোগ্যতা থাকে না। শুধু ভাগ্য বা নিয়তির উপর নির্ভর করে বসে থাকলে হয় না। জীবন অনেক কিছু যেমন দেয়, আবার অনেক কিছু কেড়েও নেয়। কেউ পরিপূর্ন সন্তুষ্ট না, কেউ পরিপূর্ন অসন্তষ্টও না। জীবনেৱ রহস্য বোঝা কঠিন।

জসিম মল্লিক
টরন্টো, কানাডা

news24bd.tv আয়শা

এই রকম আরও টপিক