কমলাপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১০ ইউনিট

কমলাপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কমলাপুরের বিআরটিসি বাস ডিপোর পাশে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

রোববার (২৪ জানুয়ারি) সকালে ওই ভবনের পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:


অপহরণের পর গৃহবধূকে রাতভর ধর্ষণ, ভিডিও ভাইরালের হুমকি

বাউফলে ঘর পরিষ্কার করতে গিয়ে মিলল ৬টি বাঘের বাচ্চা

অভিনেত্রী-মডেলদের সঙ্গে হোটেলে রাত কাটাত হেলিকপ্টার রুবেল

ট্রাম্পকে পাত্তা না দিয়ে চলে গেলেন মেলানিয়া, ভিডিও ভাইরাল


ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকাল ৭ টা ৪০ মিনিটে কমলাপুর বিআরটিসি বাস ডিপোর (টার্মিনাল) নিকটে অলি গার্মেন্ট নামক পোশাক কারখানার ছয়তলায় আগুন লাগে। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ইউনিট সংখ্যা বাড়ানো হতে পারে বলেও জানান তিনি।

news24bd.tv আহমেদ