‘ব্যাটিং কোচের নাম কী রে?’: নাজমুলকে সাকিব

‘ব্যাটিং কোচের নাম কী রে?’: নাজমুলকে সাকিব

অনলাইন ডেস্ক

জন লুইস বাংলাদেশের ব্যাটিং কোচ হয়েছেন বেশ কয়েকদিন হলো। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগেই থেকেই জাতীয় দলের সঙ্গে কাজ করে আসছেন ইংলিশ এই কোচ। কিন্তু এতোদিনেও ব্যাটিং কোচের নামটি মাথায় 'সেভ' হয়নি সাকিব আল হাসানের। নেটে অনুশীলনের সময় ব্যাটিং কোচকে ডাকতে সতীর্থ নাজমুলের সাহায্য নিলেন তিনি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেট প্র্যাকটিসে এসে এমন কাণ্ডই ঘটালেন সাকিব।  

ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আগামীকাল। ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামবেন টাইগাররা।

তার আগে রোববার অনুশীলনে নামে বাংলাদেশ দল।

এদিন গার্ড নেওয়ার জন্য উইকেটের ওপর প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যাটিং কোচ জন লুইসের সাহায্যের দরকার পড়ে সাকিবের।   

কিন্তু সাকিব কী বলে ব্যাটিং কোচকে ডাকবেন বুঝতে পারছিলেন না। কারণ কোচের নামই যে জানা ছিল না তার! 

পাশেই নেটেই ব্যাটিং করছিলেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন। উপায় না দেখে নাজমুলকে সাকিবকে প্রশ্ন করেন, ‘ব্যাটিং কোচের নাম কী রে?’ 

এর পর নাজমুল নামটা বলে দেন। তখন সাকিব কোচকে সম্বোধন করে বলেন, ‘জন! লেগ স্টাম্প প্লিজ!’ 


দুর্গাপুরে চলছে দোকান সমিতির অনির্দিষ্টকালের ধর্মঘট

কারাবন্দীর সঙ্গে একান্তে সময় কাটানো কে এই আসমা?

বিশ্বের স্বাস্থ্যসম্মত শহরের তালিকায় মদীনা শহর


এতেই থামেননি সাকিব। আরেকটু মজা করেন নতুন কোচের সঙ্গে।   লুইস লেগ স্টাম্প গার্ড দেখিয়ে দেওয়ার পরও সাকিব বলেন, ‘জন, তোমাকে আমার বিশ্বাস হয় না। যদিও আমার তোমাকে বিশ্বাস করা ছাড়া উপায় নেই। ’ 

সাকিবের ঠাট্টার জবাবও দেন কোচ জন লুইস, ‘কে তুমি আমাকে বিশ্বাস করছ না?’

news24bd.tv নাজিম