খেলতে গিয়ে গলায় ফাঁস, প্রাণ গেল শিশুর

খেলতে গিয়ে গলায় ফাঁস, প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে হৃদয় সরকার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল গভীর রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুটির মৃত্য হয়।

এর আগে বিকেলে আলমডাঙ্গা উপজেলার আইলহাস লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।   

মৃত শিশু হৃদয় সরকার আলমডাঙ্গা উপজেলার আইলহাস লক্ষ্মীপুর গ্রামের মৃত রূপা সরকারের ছেলে।

সে এলাকার একটি সাইকেলের দোকান দেখাশোনার কাজ করত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কাজ শেষে দোকানের আরেক শিশু কর্মচারীর সঙ্গে খেলা করছিল হৃদয়। এ সময় অসাবধানতায় রশি দিয়ে তার গলায় ফাঁস লেগে যায়। এতে তার শরীর নিস্তেজ হয়ে পড়ে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। রাত পৌনে ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।   

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, শ্বাসনালিতে অতিরিক্ত রশির চাপে তার মৃত্যু হয়েছে।   


রাজশাহীতে আমবাগান থেকে গলায় রশি পেঁচানো কলেজছাত্রের মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশির মৃত্যু

নির্বাচনী প্রচারণায় যুবলীগ নেতা আদিত্য নন্দী ছুরিকাহত


আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির বলেন, খেলার সময় গলায় ফাঁস লাগে ওই শিশুর। পরে চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

news24bd.tv নাজিম