একরাম চৌধুরী প্রসঙ্গে দলের ওপর ক্ষোভ ঝাড়লেন কাদের মির্জা

একরাম চৌধুরী প্রসঙ্গে দলের ওপর ক্ষোভ ঝাড়লেন কাদের মির্জা

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী প্রসঙ্গে নিজ দলের ওপর ক্ষোভ ঝাড়লেন বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র কাদের মির্জা।

তিনি বলেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পর্কে দলেরই একজন কটূক্তি করলেন।   কি ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ? এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। দলের হাইকমান্ড তার (একরাম চৌধুরী) বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাইনি।

আজ রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর-এ 'মুখোমুখি আবদুল কাদের মির্জা' শীর্ষক অনুষ্ঠানে এ ক্ষোভ ঝাড়েন তিনি।  


দল যে কোনো সিদ্ধান্ত নিতে পারে কিন্তু মুখ বন্ধ হবে না: কাদের মির্জা

রাজশাহীতে আমবাগান থেকে গলায় রশি পেঁচানো কলেজছাত্রের মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশির মৃত্যু


কাদের মির্জা বলেন,  একরাম চৌধুরী ফেসবুক লাইভে এসে কথাগুলো বলেছে। আওয়ামী লীগ দেখা নাই?  কিন্তু কই এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।  

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে একরামুল করিম নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে লাইভে আসেন।

একরামুল করিম চৌধুরী বলেন, ‘আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলব না। আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার পরিবারের লোক এই পর্যায়ে এসেছে, তাঁর ভাইকে শাসন করতে পারে না। এগুলো নিয়ে আমি আগামী কয়েক দিনের মধ্যে কথা বলব। আমার যদি জেলা আওয়ামী লীগের কমিটি না আসে। তাহলে আমি এটা নিয়ে শুরু করব। ’

২৭ সেকেন্ডের ভিডিওটি রাতেই ভাইরাল হয়ে যায়।

news24bd.tv নাজিম