আমিরাতের ২৭ কারাবন্দীর ইসলাম গ্রহণ

আমিরাতের ২৭ কারাবন্দীর ইসলাম গ্রহণ

অনলাইন ডেস্ক

২০২০ সালে মুসলিমদের মানবিক শিক্ষায় অভিভূত হয়ে আমিরাতের ২৭ জন কারাবন্দী ইসলাম গ্রহণ করেছেন। এসব বন্দী ইসলামী জীবন যাপন শুরু করেন। বর্তমানে আমিরাতের রাস আল খাইমাহ কারাগারে অবস্থান করছেন তারা।

খালিজ টাইমস এর খবরে বলা হয়, নওমুসলিমরা এক বিবৃতিতে জানিয়েছেন, ইসলাম সম্পর্কে ব্যাপক পড়াশোনা করে জ্ঞান অর্জনের পর স্বতস্ফুর্তভাবে মুসলিম হয়েছেন।

দুর্গাপুরে চলছে দোকান সমিতির অনির্দিষ্টকালের ধর্মঘট

কারাবন্দীর সঙ্গে একান্তে সময় কাটানো কে এই আসমা?

তারা জানান, মুসলিমদের সুন্দর আচার-ব্যবহার ও ইসলাম বিষয়ক মৌলিক জ্ঞান সম্পর্কিত কিছু কোর্স করে ইসলাম সম্পর্কে চিন্তা-ভাবনা শুরু করি। এরপর আমরা ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেই।

আল খাইমাহ কারাগার জানায়, পুনর্বাসন ও প্রশিক্ষণমূলক প্রোগ্রাম থেকে অনেক কয়েদি উপকৃত হয়েছে। কারামুক্তির পর সমাজে কয়েদিদের সুষ্ঠু জীবনযাপনে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়।

এমন চাকরির জন্য উপযুক্ত করে গড়ে তোলা হয়।

news24bd.tv তৌহিদ