এরপরও উদাসীন থাকবেন?

জাকির হোসেন

এরপরও উদাসীন থাকবেন?

Other

পূর্বাচল ১১ নম্বর সেক্টরে অন্যের জমিতে ঘর বেঁধেছিলেন ইজিবাইক চালক মাসুম মিয়া। মাসুমের আর্থিক সামর্থ্য ছিল না ঘরে বিদ্যুৎ-সংযোগ নেওয়ার।

পূর্বাচল ১১ নম্বর সেক্টরে অন্যের জমিতে ঘর বেঁধেছিলেন ইজিবাইক চালক মাসুম মিয়া। মাসুমের আর্থিক সামর্থ্য ছিল না ঘরে বিদ্যুৎ-সংযোগ নেওয়ার।

মাসুমের দুই বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে আবদুল্লাহ (১৭) ও রহমতুল্লাহ (১০) কে চোখে চোখে রাখতে তাদের ঘরের ভেতর শেকলবন্দী করে রাখা হত। আবদুল্লাহ ও রহমতুল্লাহর জীবন কেটেছে শেকলে বাঁধা অবস্থায়।  

মাসুমের ঘরের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের খোলা তার ডেসকোর ৩৩ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের ওপর ছিঁড়ে পড়ে। ফলে আগুন ধরে যায় মাসুম মিয়ার ঘরে।

বিদ্যুতের আগুন বলে ভয়ে কেউ এগিয়ে যাওয়ার সাহস পায়নি। চোখের সামনে মাসুম, তার স্ত্রী সীমা, বুদ্ধিপ্রতিবন্ধী আবদুল্লাহ ও রহমতুল্লাহর মৃত্যু দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন প্রতিবেশীরা।  


ক্যারিবীয়দের বড় রানের টার্গেট দিল বাংলাদেশ

সিকিমে আবারো সংঘর্ষ চীন-ভারতীয় সেনাদের মধ্যে, সংলাপ চলমান

তীব্র তাপদাহে নাকাল অস্ট্রেলিয়া, দাবানলের আশঙ্কা


অর্থের অভাবে যে পরিবার বিদ্যুৎ-সংযোগ নিতে পারেনি সেই বিদ্যুৎহীন পরিবারটির সবার প্রাণ গেল বিদ্যুতের আগুনে। মাসুম ও তার পরিবারের সদস্যরা কী ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিলেন বিদুৎহীন তাদের ঘরে বিদ্যুতের আগুনে পুড়ে মরতে হবে? 

মৃত্যু কাউকে জানান দিয়ে আসে না। মানুষ জানে না কার মৃত্যু কোথায়, কোন জমিনে হবে। আল্লাহ বলেন, “কোনো প্রাণীই জানে না, আগামীতে সে কী উপার্জন করবে এবং কেউ জানে না তার মৃত্যু কখন কোথায় হবে” (সূরা লোকমান: ৩৪)।

news24bd.tv নাজিম