ইসরায়েলি বিজ্ঞানীদের সাফল্য, বিশ্বে প্রথম কৃত্রিম কর্নিয়া প্রতিস্থাপন

ইসরায়েলি বিজ্ঞানীদের সাফল্য, বিশ্বে প্রথম কৃত্রিম কর্নিয়া প্রতিস্থাপন

অনলাইন ডেস্ক

বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম কর্নিয়া প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১১ জানুয়ারি ইসরায়েলের বেলিংসন হাসপাতালে সেখানকার চক্ষু বিভাগের প্রধান প্রফেসর ইরিত বাহার অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করেন।

এই অস্ত্রোপচারের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন ১০ বছর আগে দৃষ্টিশক্তি হারানো ৭৮ বছর বয়সী এক ইসরায়েলি নাগরিক।

এই থ্রিডি কর্নিয়া তৈরিতে ব্যবহৃত হয়েছে অদ্রবনীয় সিন্থেটিক ন্যানো টিস্যু।

কে-প্রো নামে পরিচিত এই কর্নিয়া নষ্ট বা, অস্বচ্ছ কর্নিয়া প্রতিস্থাপন করতে সক্ষম। এর প্রস্তুতকারক CorNeat (কর্নিট) নামে একটি ইসরায়েলি প্রতিষ্ঠান।

চোখের পাতা এবং অক্ষিগোলকের ওপরের অংশের পাতলা পর্দা অর্থাৎ কনজাংকটিভার নিচে পাতলা ওই কৃত্রিম কর্নিয়া স্থাপন করা হয়। গত বছরের জুলাই মাসে কৃত্রিম কর্নিয়া প্রতিস্থাপনের প্রক্রিয়া ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন পায়।


মহানবী (সা.) এর বাণীকে সত্য প্রমাণ করল বিজ্ঞান

কারাগারে পাঁচ বছর ধরে তুষারকে একান্তে সঙ্গ দিয়ে আসছে সুইটি

আবারও বিয়ের পিঁড়িতে ডিপজল


কর্নিট ভিশনের প্রধান চিকিৎসা কর্মকর্তা এবং কে-প্রোর উদ্ভাবক ডা. গিলাড লিটভিন বলেন, ‘অস্ত্রোপচারটি তুলনামূলক সহজ ছিল এবং এটি করতে এক ঘণ্টারও কম সময় লেগেছে। ’

দৃষ্টিশক্তি ফেরাতে কর্নিয়া প্রতিস্থাপন আগে থেকেই হয়ে আসছে। তবে কোন দাতা ছাড়া সম্পূর্ণ কৃত্রিমভাবে কারো দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার ঘটনা এটিই প্রথম।

news24bd.tv / নকিব