আত্মহত্যা শেখাতে গিয়ে যুবকের মৃত্যু

আত্মহত্যা শেখাতে গিয়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেন এক যুবক অন্যদিকে সেই আত্মহত্যা কিভাবে হলো তা বন্ধুদের শেখাতে গিয়ে প্রাণ গেল আরেক যুবকের।

রোববার ঘটনাটি ঘটে রাঙামাটিতে। রোববার রাত ১০টায় মো. শোয়েব আহমেদ আত্মহত্যা করে। পরে সোমবার (২৫ জানুয়ারি) সকালে কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকায় নাইমুর রহমান নয়ন আত্মহত্যা কীভাবে করে, তা শেখাতে গিয়ে গলায় দড়ি আটকে মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, শোয়েবের মৃত্যুর পর বন্ধুদের সঙ্গে কীভাবে আত্মহত্যা করে সেই গল্প করছিল নাইমুর রহমান নয়ন। একপর্যায়ে বন্ধুদের আত্মহত্যা কীভাবে করে তা দেখাতে গিয়েই ফাঁস পড়ে যায় নয়নের গলায়। পরে দ্রুত চন্দ্রঘোনা মিশনারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

মহানবী (সা.) এর বাণীকে সত্য প্রমাণ করল বিজ্ঞান

চৌদ্দশ বছর পুর্বের নবী (সা.) এর বাণীকে মেনি নিল বিজ্ঞান

নিহত শোয়েব কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের গাড়িচালক খয়েজ আহমদ তরুণের ছেলে।

সে পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে বিনা বেতনে শারীরিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে নাইমুর রহমান কাপ্তাই প্রজেক্ট এলাকার ফরহাদ হোসেনের ছেলে।  

কাপ্তাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন বলেন, রাতে প্রজেক্ট এলাকায় পারিবারিক কলহের জেরে শোয়েব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে নাইমুর রহমান নামের এক যুবকও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

news24bd.tv/আলী