চীনের কয়লাখনি থেকে ৯ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

চীনের কয়লাখনি থেকে ৯ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চীনে শ্যাংডং প্রদেশে কয়লাখনিতে আটকা পড়ার দুই সপ্তাহ পর ১১ জন শ্রমিককে জীবিত উদ্ধারের পরদিনই ৯ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

মৃত ৯ জন খনির ষষ্ঠ কেন্দ্রীয় সেকশনে ছিলেন বলে জানা গেছে। তবে তারা কী অবস্থায় আটকা পড়ে ছিলেন তা অজ্ঞাত রয়েছে।

সোমবার ইয়ানতাইয়ের মেয়র চেন ফেই একটি ব্রিফিংয়ে বলেন,"রবিবার দুপুর থেকে আজ বিকেল পর্যন্ত উদ্ধারকর্মীরা অনুসন্ধান বন্ধ করেনি কিন্তু আরও দুর্ভাগ্যক্রমে আটকে পড়া বাকি নয়জনের সবাই মারা গেছেন।

"


মহানবী (সা.) এর বাণীকে সত্য প্রমাণ করল বিজ্ঞান

কারাগারে পাঁচ বছর ধরে তুষারকে একান্তে সঙ্গ দিয়ে আসছে সুইটি

আবারও বিয়ের পিঁড়িতে ডিপজল


উল্লেখ্য, গত ১০ জানুয়ারি শ্যাংডং প্রদেশের হুশান স্বর্ণখনিতে বিস্ফোরণের পর এটির প্রবেশ টানেল ভেঙে পড়ে। সে সময় মোট ২২ জন শ্রমিক ভূগর্ভে আটকে পড়েন। এর আগে গত বৃহস্পতিবার এক শ্রমিককে মৃত উদ্ধার করা হয়।

 news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক