নারায়ণগঞ্জে পিকে হালদারের গোপন গুদাম থেকে শত শত দলিল উদ্ধার, প্রাথমিকভাবে ৭ হাজার ৮০ শতাংশ জমি জব্দ করেছে দুদক, এসব জমির বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা
বিএনসিসি’র স্বেচ্ছাসেবা সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবা সপ্তাহ ও সচেতনতা কর্মসূচি শুরু করেছে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট খুলনা। রেজিমেন্টের আওতায় রাজবাড়ী জেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সোমবার পাংশা পৌরসভার মেয়র মো. আব্দুল আল মাবুদ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার মেজর মো. জসিম উদ্দিন, ২৪ বিএনসিসি ব্যাটালিয়ন কমান্ডার ও ইবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শাহিনুর রহমান ও ব্যাটালিয়ন কমান্ডার ক্যাপ্টেন ড. মো. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
বৈশ্বিক করোনা মহামারী পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে র্যালির আয়োজন বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট। বিতরণ করা হয় মাস্ক ও লিফলেট। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এবং দরিদ্র মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করা হয় এই কর্মসূচিতে।
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের অনন্য রেকর্ড
বিএনপি প্রতিহিংসার রাজনীতির জনক: কাদের
ক্যারিবীয়দের বড় রানের টার্গেট দিল বাংলাদেশ
চলমান করোনা পরিস্থিতিতে সরকার মুজিববর্ষের কর্মসূচি বাস্তবায়নে সবকিছুর আগে মহামারি মোকাবিলায় জোরদার করে। এরই ধারাবাহিকতায় সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি সশস্ত্র বাহিনী মহামারী মোকাবিলায় সরাসরি কার্যকর ভূমিকা রেখে চলেছে।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য