ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

Other

বাগেরহাট সদরের ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ দরিদ্র অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ফ্রি এ্যাম্বুলেন্স সেবা চালু করেছে। ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পরিবেশ বান্ধব এ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে।  

এলজিএসপির অর্থায়নে ২ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ব্যাটারি চালিত ইজি বাইককে (পরিবর্তন) করে এ অ্যাম্বুলেন্সটি তৈরি করা হয়েছে। ষাটগম্বুজ ইউনিয়নের ৩৩ হাজার ১শ’ মানুষ বিনামূল্যে এই সেবা গ্রহণ করতে পারবেন।

ষাটগম্বুজ ইউনিয়নের বিনামূল্যে এ সেবা ইতিমধ্যে বাগেরহাট জেলা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

মহানবী (সা.) এর বাণীকে সত্য প্রমাণ করল বিজ্ঞান

কারাগারে পাঁচ বছর ধরে তুষারকে একান্তে সঙ্গ দিয়ে আসছে সুইটি

ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ষাটগম্বুজ ইউনিয়নের জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমরা অঙ্গিকারবদ্ধ। আমাদের ইউনিয়ন পরিষদের সল্প আয়। এ সল্প আয়ের মধ্যেও আমার গত ১ জানুয়ারি থেকে ইউনিয়নের অসহায়-দরিদ্র মানুষের কথা চিন্তা করে পরিবেশ বান্ধব এ অ্যাম্বুলেন্স সেবা চালু করেছি।

যাতে জরুরি মুহূর্তে ইউনিয়নের কোনো মানুষ যেন প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয়। ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের পাশেই একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে।

সেখানে ইউনিয়নের গর্ভবতী মায়েদের বিভিন্ন স্বাস্থ্য সেবাসহ বাচ্চা প্রসবের ব্যবস্থা আছে। অনেক সময় গর্ভবতী মাসহ কিছু রোগী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গুরুত্বর সমস্যায় পরেন। টাকার অভাবে অনেকে হাসপাতালে যেতে পারেন না। সেসব রোগীরা বিনামূল্যে এ অ্যাম্বুলেন্স সেবা পাবেন। এছাড়া জরুরি মুহূর্তে দিনরাতে যে কোনো সময় ফোন পেলেই ইউনিয়নবাসীর স্বাস্থ্যসেবায় এ অ্যাম্বুলেন্স হাজির হয়ে যাবে।

অ্যাম্বুলেন্সের চালক চঞ্চল শেখ বলেন, ইউনিয়নের মানুষের স্বাস্থ্য সেবায় আমরা সব সময় নিয়োজিত রয়েছে। দিনে রাতের যে কোনো সময় ফোন পেলেই আমরা ছুটে যাচ্ছি সেখানে। যে কোনো স্বাস্থ্য সেবায় বাগেরহাট সদর হাসপাতালসহ যে কোন ক্লিনিক বা হাসপাতালে রোগী পৌঁছে দিচ্ছি আমরা। মানুষের স্বাস্থ্য সেবার জন্য জরুরি মুহূর্তে ষাটগম্বুজ ইউনিয়নবাসীকে তিনি ০১৭৮৭৮৮১০৬৮’ নাম্বারে ফোন করার অনুরোধ জানান।

news24bd.tv তৌহিদ