পিরোজপুরে আসামি ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত

পিরোজপুরে আসামি ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত

Other

পিরোজপুরে গভীর রাতে আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলায় সদর থানার ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার গভীর রাতে সদর উপজেলার কুমারখালীর সিকদার বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মো. আজাদ হোসেন জানান, সম্প্রতি সিভিল সার্জন অফিসের ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) চুরির ঘটনার ঘটে।

রোববার রাত ২টার দিকে পুলিশ ওই চুুরির মামলার আসামি মেহিদী হাসান সিকদারকে (২৭) ওরফে হাসান সিকদারকে গ্রেপ্তার করতে কুমারখালী এলাকায় যায়। এ সময় ওই এলাকার ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল পুলিশের ওপর হামলা চালায়।

মহানবী (সা.) এর বাণীকে সত্য প্রমাণ করল বিজ্ঞান

কারাগারে পাঁচ বছর ধরে তুষারকে একান্তে সঙ্গ দিয়ে আসছে সুইটি

এসময় অভিযানে থাকা এসআই (উপ-পরিদর্শক) সৈকত হাসান সানি, এসআই (উপ- পরিদর্শক) মাহমুদুল হাসান, এএসআই (সহ উপ-পরিদর্শক) সাইফুল ইসলাম, এএসআই (সহ উপ-পরিদর্শক) খায়রুল হাসান ও পুলিশ সদস্য মারুফ হোসেনসহ পাঁচজন তাদের হাতে আহত ও জখম প্রাপ্ত হন। হামলায় গুরুতর আহত পুলিশের এএসআই মো. খায়রুল হাসান, পুলিশ সদস্য মারুফ হোসেন ও এএসআই শাওন দাস জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

news24bd.tv তৌহিদ