চট্টগ্রামে বিএনপির এজেন্টদের গ্রেপ্তার করা হচ্ছে: ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রামে বিএনপির এজেন্টদের গ্রেপ্তার করা হচ্ছে: ডা. শাহাদাত হোসেন

Other

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন আজ। শেষ দিনও অভিযোগ পাল্টা-অভিযোগ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বেছে বেছে নির্বাচনী এজেন্টদের গ্রেফতারের অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন।

আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম বলেন, মিথ্যাচার করছে বিএনপি।

তবে বিএনপির অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

গেল ৮ জানুয়ারি শুরু হয় চট্টগ্রাম সিটি নির্বাচনে দ্বিতীয় দফায় আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। সোমবার প্রচারণার শেষ সময়েও ভোটারদের কাছে ছুটেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

মহানবী (সা.) এর বাণীকে সত্য প্রমাণ করল বিজ্ঞান

কারাগারে পাঁচ বছর ধরে তুষারকে একান্তে সঙ্গ দিয়ে আসছে সুইটি

মিছিলে মিছিলে মুখর বন্দরনগর।

ছিলো অন্যদিনগুলোর মতোই অভিযোগ পাল্টা অভিযোগ।

নগরীর পতেঙ্গাসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এসময় দলের নেতাকর্মী ও নির্বাচনী এজেন্টদের গণহারে গ্রেফতার করা হচ্ছে বলে নির্বাচন কমিশনে  তিনি অভিযোগ করেন।

বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম। তিনি বলেন, নৌকার পক্ষে গণজোয়ার দেখে মিথ্যাচার করছে বিএনপি।

নৌকার পক্ষে প্রচারণা চালান ঢাকাই সিনেমার নায়ক নায়িকারাও। আগ্রাবাদ, লালখানবাজার ও কাজির দেউড়ি এলাকায় নৌকার পক্ষে ভোট চান তারা।

news24bd.tv তৌহিদ