ভিআইপিদের সঙ্গেই চলতে হবে

ভিআইপিদের সঙ্গেই চলতে হবে

Other

আপনি আপনার চারপাশে তিন ধরনের মানুষ পাবেন। (১) ভিআইপি (২) ভিএনপি এবং (৩) ভিডিপি। আপনাকে ঠিক করতে হবে এই তিন শ্রেণির মধ্যে কাদের আপনি সঙ্গী করবেন, কাদের সঙ্গে আপনি সময় কাটাবেন। সামনে এগিয়ে যাবার জন্য এই বাছ বিচারটা জরুরি।

এই তিন শ্রেণির মানুষ আসলে কারা?

(১) ভিআইপি: ভেরি ইম্পোর্টেন্ট পার্সন। অর্থ- বিত্ত, সামাজিক প্রভাবের বিবেচনায় কেউ আপনার জীবনের ভিআইপি হতে পারে না। আপনার জীবনের ভিআইপি হচ্ছে- যার/যাদের সঙ্গ আপনাকে কিছু একটা হলেও নতুন কিছু শেখায়, নতুন কোনো ভাবনার যোগান দেয়, আপনাকে উজ্জীবিত করে, সামনে এগুনোর প্রেরণা দেয়। যার কাছ থেকে কিছুই শেখার নেই- সে আপনার জীবনের ভিআইপি নয় মোটেও।

(২) ভিএনপি: ভেরি নেগেটিভ পার্সন। এরা সবকিছুতেই নেগেটিভ খোঁজে, সবকিছুতেই নেগেটিভ দেখে। এদের কাছ থেকে আপনার নিরাপদ দূরত্বে থাকা জরুরি।

(৩) ভিডিপি: ভেরি ড্রেইনেজ পার্সন। এরা আপনার জীবন থেকে স্বস্তি, শান্তি, ভালো চিন্তা, সৃষ্টিশীলতা ড্রেইনেজ করে দেয়। এরা আপনার চারপাশে থাকে আপনাকে একজন চিন্তাহীন, বোধবুদ্ধিহীন জড় পদার্থে রুপান্তরিত করতে।
আপনাকে ভিআইপিদের সঙ্গেই চলতে হবে। তবে আপনার জীবনের ভিআইপি কে/কারা সেটি আপনাকেই ঠিক করতে হবে। (ফেসবুক থেকে)

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ

news24bd.tv তৌহিদ