নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড

নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড

Other

নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়ে ভিডিও বার্তা ছেড়েছেন অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড। প্রথম দফায় ২২টি ভাষায় তার এই ভিডিও বার্তা প্রচার হয়েছে।  

এবার তিনি আরো কিছু ভাষায় ‘ঘরে থাকা’র আহ্বান জানাচ্ছেন নাগরিকদের। তার মধ্যে বাংলাও রয়েছে।

‘স্টে অ্যাট হোম’ – “ঘরে থাকো’ শুদ্ধ বাংলায় উচ্চরাণের রিহার্সাল চলছে এখন।


কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত, ভারতীয় পাইলট নিহত

জ্যাক মা’র প্রতি মিনিটের দাম কত জানেন?


’ঘরে থাকো’- উচ্চারণ করতে খানিকটা সমস্যা হচ্ছে ডাগ ফোর্ডের। প্রথমে ইংরেজী অক্ষরে ‘ঘরে থাকো’ লিখে দেয়া হয় তাকে। তারপর গুগল থেকে উচ্চারণ শোনানো হয়।

শেষ মেষ অবশ্য ‘ঘরে থাকো’ বার্তাটি সেলফোনে রেকর্ড করে দেয়া হয়েছে । দেখা যাক, কতোটা সুন্দরভাবে বাংলা ভাষায় তিনি নাগরিকদের এই কোভিডে ঘরে থাকার আহ্বান জানাতে পারেন। তবে তার চেষ্টাটা কিন্তু প্রশংসা পাওয়ার দাবি রাখে।

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ

news24bd.tv আয়শা