বিশ্বে ৩৩ মিলিয়ন মানুষ চাকরি হারিয়েছে : আইএলও

বিশ্বে ৩৩ মিলিয়ন মানুষ চাকরি হারিয়েছে : আইএলও

অনলাইন ডেস্ক

১৯৩০ সালের পর থেকে বর্তমানে করোনায় সর্বোচ্চ সংকটে রয়েছে বিশ্বের শ্রম বাজার। যদিও এই সংকট কবে কেটে যাবে তা অনিশ্চিত হলেও আশারবাণী কিছুটা রয়েছে করোনা ভ্যাকসিনে।

সোমবার আন্তর্জাতিক শ্রম সংস্থা, আইএলও প্রকাশিত এক রিপোর্টে বিশ্ব কর্মসংস্থানের এই অবস্থা তুলে ধরে সংস্থাটি।  

আইএলওর রিপোর্টে  বলা হয়, ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে কর্মসংস্থান কমে গেছে প্রায় ১১৪ মিলিয়ন।

সে হিসাবে বিশ্বব্যাপী প্রায় ৩৩ মিলিয়ন মানুষ চাকরি হারিয়েছেন। এমনকি যারা কর্মহীনভাবে সময় পার করছেন তারা মানসিক ও শারীরিকভাবে কর্মশক্তি হারিয়ে ফেলছেন।

অভূতপূর্ব এ দুর্যোগে ২০২০ সালে বিশ্ব অর্থনীতিতে প্রায় ২২৫ মিলিয়ন পূর্ণ কর্মঘণ্টার চাকরির বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ৮ দশমিক ৮ শতাংশ কর্মঘণ্টা হারিয়েছেন শ্রমজীবীরা।

আরও পড়ুন:


আলিবাবা কিনছে হাংরিনাকি?

করোনা নেগেটিভ সনদ কী তাহলে ভুল ছিল?

আবারও ব্রেন টিউমারে আক্রান্ত মোশাররফ রুবেল

তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম


বিশ্ব কর্মঘণ্টা ২০১৯ সালের চেয়ে ২০২১ সালে এসে ৩ শতাংশ কমেছে। যা প্রায় ৯০ মিলিয়ন পূর্ণ ঘণ্টার চাকরির সমান বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা। একইসঙ্গে করোনা ভ্যাকসিন বিশ্বজুড়ে বণ্টনে ধীর গতি ও দেশগুলোর সরকার কর্তৃক অর্থনীতি পুনরুদ্ধারে ভ্যাকসিন সরবরাহ না করলে এই সংকট বা মন্দা অবস্থা আরও বাড়ার আশঙ্কা করছে সংস্থাটি।

সরকারি সহায়তা না পাওয়ায় এমন কর্মঘণ্টা হারানোর ফলে বিশ্বব্যাপী প্রায় ৩ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার আয় কমেছে। যা পুরো অর্থনীতির ৪ দশমিক ৪ শতাংশ বলেও জানান আইএলও মহাপরিচালক।

news24bd.tv/আলী